top of page

আমি তোমারই তোমারই তোমারই নাম গাই

  • হানিফ
  • Aug 24, 2020
  • 1 min read

Updated: Mar 12, 2023


আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশে-রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোল তুমি.. আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির বাঁকে আর এসো স্বপ্নভূমি তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির বাঁকে আর এসো স্বপ্নভূমি এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায় একতারার ছিলা তোমার স্পর্শ চায় যদি টঙ্কার দাও তুমি.. আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারই তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি


Comments


Recent Posts
Archive
Search By Tags

© 2019 by Ashadujjaman. Created By Netskills

  • w-facebook
  • Twitter Clean
  • w-googleplus
  • w-youtube
bottom of page